আবুল খায়ের গ্রুপের মার্কেটিং ম্যানেজার খোরশেদ আলম জিসান ও তার সহযোগী মো. জিয়াউল হককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (৮ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সংস্থাটির দাবি, গ্রেফতার জিসান ও জিয়াউল হক মাদক পাচারকারী চক্রের সদস্য।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো দক্ষিণের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতার জিসান ও জিয়াউল হকের বাড়ি কক্সবাজারের উখিয়ায উপজেলায়। সাবানসহ বিভিন্ন পণ্যের কার্টন করে ইয়াবা পাচার করে আসছিল তারা। সড়কপথে ও ট্রেনে অন্য পণ্যের আড়ালে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পৌঁছে দিত তারা।
সুব্রত বলেন, দুজনের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা ছিল কি না, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো দক্ষিণের অন্য আরেকটি অভিযানে ছয় কেজি গাঁজাসহ নুরুল আলম নামে এক পোশাককর্মীকে গ্রেফতার করা হয়েছে। গেন্ডারিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা জানান, গ্রেফতার নুরুল আলম কুমিল্লা থেকে গাঁজা নিয়ে ঢাকা হয়ে সাভারের দিকে যাচ্ছিল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস