দেড় মাসে ৫৪ হাজার ১১২ পিস ইয়াবাসহ ৭১ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
শনিবার (১৫ জুলাই) রাতে অধিদফতরের ঢাকা মেট্রো: (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয় কর্তৃক রাজধানীতে ঢাকায় পাচারকারী কক্সবাজারের ইয়াবা সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। কার্যালয়ের উপপরিচালক মো. মাসুদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে গত জুন মাসের শুরু থেকে ১৫ জুলাই পর্যন্ত ৫৪ হাজার ১১২ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসব অভিযানে ৭১ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সুব্রত সরকার বলেন, সর্বশেষ গত শুক্রবার রাতে ঢাকা মহানগরীর খিলগাঁও এবং তুরাগ থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় খিলগাঁও থানাধীন খিদমাহ হাসপাতালের সামনে থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারভিত্তিক ইয়াবা পাচারকারী মো. আহসান হাবীব হাসানকে গ্রেফতার করা হয়।
হাসানের দেওয়া তথ্যমতে তুরাগ থানাধীন বাউনিয়া এলাকা থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ পাঠাও চালক মো. তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি ইয়াবার পার্সেল সরবরাহকারী ছিলেন। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস